ফিরিয়ে দিক যে কেউ ঘৃণায়
হই না যতই তুচ্ছাতিতুচ্ছ
তুমি কি পার মুখ ফেরাতে?

গহিন রাতের অন্ধকারে মরুভূমির বালুচরে
অনাহারে, অনিদ্রায় অশান্তির অক্টোপাসে
তোমার এই দুঃখিদীন অসহায়কে
তুমি কি পারবে ফিরিয়ে দিতে?

শ্যামল তোমার বক্ষ আমার চিরকালের
কোমলশয্যা, সুখনিদ্রা নির্ভাবনা মহাশান্তি
যতই আমি হই না পাপী, করি যতই অপরাধ
দিই না যতই দুঃখ তোমায় কিংবা করি অবহেলা
লক্ষ যোজন দূরেও যাই, ডুবে থাকি রং-তামাশায়।

বুকের গহিন ভেতর তুমি জেগে থাকো
তুমিই আমার শেষ গন্তব্য ফিরে ফিরে ফিরে আসার
তুমিই আমার একমাত্র পথ যমুনারপাড়
আম-জাম তাল-তমাল লাউয়ের-ডগা পুঁইয়ের লতা
সবুজঘেরা কুঁড়েঘর।

সোনারখনি, ডলারমাখা তেলভাণ্ডার, গোলাপবাগান, সিলিকন
ইউরেনিয়াম, চোখ ঝলসানো রাজ্যনগর
যতই থাকুক, তুমিই আমার শেষ আশ্রয়, তুমিই আমার
হৃদয়বতী, প্রেমেশ্বরী, তুমি আমার সোনার বাংলা
…তোমায় ভালবাসি আমি।

১৫ জুন ২০০৮, বাহরাইন এয়ারপোর্ট