কে কার প্রথম পুরুষ কিংবা নারী?
শুধু সে জানে কে এসেছিল সংগোপনে
অথবা প্রকাশ্যে নিবিড় সান্নিধ্যে
প্রেমিক কিংবা প্রতারক।

কিছুই ছিল না বলবার প্রবল জোয়ারে
ভেসে যাওয়া ছাড়া
কি সে চেয়েছিল, কিভাবে চেয়েছিল
হিসেবের ছিল না উপায়
ইচ্ছে অনিচ্ছায় নিজেকে সমর্পণ ছাড়া।

সে চোখে, সে ঠোঁটে, সে বাহুতে, সে আলিঙ্গনে
সে পেষনে কতটা আবেগ আর কতখানি প্রেম ছিল
কতটা সুখ আর কতটা আনন্দ কতখানি আবিষ্কার
কোন কিছু বুঝবার আগেই ঘটে গেছে জীবনের
সেই মহা স্বপ্ন, কল্পনা, প্রত্যাশা, প্রতিক্ষার অবসান।

কে কার প্রথম পুরুষ কিংবা নারী
শুধু সে জানে কে এসেছিল নীরবে কিংবা সরবে।

১৮.১২.৯৮
ঢাকা