শীতলক্ষ্যার শান্তির কবিতা তুমি জলবতী মেঘ
অগ্নিময় ছাপ্পান্ন হাজার বর্গমাইল সবুজ উদ্যানে
পরিণত করে দিলে তুমুল হৃদয়পাতে
রাবণের নাঙ্গা কৃপাণের বিরুদ্ধে তোমার বজ্রমুষ্ঠি
ভীত সন্ত্রস্ত অসহায় মানুষ কী অসম সাহসে উঠে দাঁড়াল
জগদ্দল পাথর আর একচক্ষু হিন্দালের ডানা থেকে
বেরিয়ে এসে তুমি দাঁড়ালে খোলা আকাশের নিচে
ষোল কোটি নিরস্ত্র সৈনিক তোমার চারপাশে
কৃষ্ণপক্ষের কোনো ষড়যন্ত্রই ঠেকাতে পারেনি
তোমার পুষ্পিত অভ্যুত্থান আর আলোর উৎসব
ভয়ংকর ড্রাকুলা অন্ধকারে তুমি মুঠো মুঠো জোনাকি
জ্বেলে দিলে আকাশে তাদের পাখায় চারিদিকে
জ্বলজ্বল করছে অগণিত নক্ষত্র বত্রিশ কোটি চোখ
আজ একেকটি জ্বলন্ত সূর্য তুমি আজ হতে পারো
আমাদের জোয়ান অব আর্ক আমরা এগিয়ে যেতে চাই
এই বুড়ি চাঁদ ভ্রষ্ট জোছনা পচা ফোঁপরার দুর্গন্ধময়
প্রেতপুরীর নষ্ট রক্তপাত থেকে অজস্র সম্ভাবনাময়
অনাগত শিশুদের শান্তিস্বর্গে তুমি আজ আমাদের
শক্তি আর সাহসের প্রতীক তুমি আজ আমাদের
ঐক্যের কবিতা।

০১.১১.২০১১ ইস্কাটন গার্ডেন