শব্দ নিয়ে মত্ত খেলায়
অন্য শব্দ সহ্য হয় না
মাথার ভেতর ভিন্ন কিছু।

টিকটিকি বা ঘড়ির টিকটিক
পাশের ঘরের চাপা ফিসফিস
কিংবা নিজ হৃৎস্পন্দন ধ্বনি।

ধ্যানীমগ্ন ঋষির মতন
বিড়বিড় কত শব্দ জপি
আপন মনে পাই না খুঁজে!

অতলান্তিক ডুবুরির মতো
শব্দখনির পাতাল খুঁড়ি
মনের মতন শব্দ তুলি।

অন্য শব্দ ভাল­াগে না
গভীর রাতের নিস্তব্ধতায়
শব্দের ভেতর শব্দ খুঁজি।

বিচিত্র সেই শব্দ ধ্বনি
কেবল বাজে কবির কানে
শব্দের ভেতর শব্দ ধ্বনি।