যে যাবে যুদ্ধে এখনি সে উঠুক, উঠুক ঝলসে

পিঙ্গল মেঘে ঢাকা শকুন সময়
ঠুক্রে ঠুক্রে খায় মানবিক সকল সুষমা।
বিনাশী আগুনে পোড়ে হায়রে শোকার্ত স্বদেশ
দুুখিনী মায়ের অশ্র“ জমা হয় নিভৃত পাঁজরে।

যে যাবে যুদ্ধে এখনি বেরিয়ে আসুক সে

জলে-স্থলে, আকাশে-নক্ষত্রে
পারমাণবিক প্রতিহিংসা
শান্তি-চুক্তি ব্যর্থ আজ পৃথিবীতে।

যে যাবে যুদ্ধে এখনি সে উঠুক, উঠুক ঝলসে

অরণ্যের নিস্তব্ধতা ভেদ করে বুলেট-গর্জন
রক্তছোপ মাখে সবুজ নিসর্গ
ক্ষমতার দ্ব›েদ্ব তুচ্ছাতিতুচ্ছ মানবজীবন
রক্তহোলি শ্রেষ্ঠ খেলা আজ দুনিয়ার!

যে যাবে যুদ্ধে এখনি সে উঠুক, উঠুক ঝলসে

চাই রৌদ্রকরোজ্জ্বল ভোর
চাই অনিন্দ্য-কুসুম
চাই সুবাসিত জীবন
তাই চাই প্রতিরোধযুদ্ধ।

যে যাবে যুদ্ধে এখনি সে উঠুক, উঠুক ঝলসে
যে যাবে যুদ্ধে সবকিছু ভাঙুক, ভাঙুক সে…..