বছর আটেক পর আবার আমার ফিরে আসা
শীতের দুর্দান্ত বাতাস, পাতা ঝরা গাছ
সবুজের চিহ্ন মাত্র নেই, সাদা বরফের তুলো
লেগে আছে ডালে ডালে
পথ ঘাট জনশূন্য প্রায়, ন্যুওয়ার্কের গ্রীষ্ম এবং
সবুজ আমার ভাগ্যে নেই বুঝি!

প্রাণঢালা উষ্ণ অভ্যর্থনা আর ভালবাসা
বিজয়ী বীরের সংবর্ধনা স্কিত ন্যুওয়ার্ক সেদিন
ভেসে গিয়েছিল উচ্ছাস আর প্রাণাবেগে!

বছর আটেক পর আবার ন্যুওয়ার্ক ফিরে আসা
কোনো উপলক্ষ আয়োজনহীন নিভৃতে নীরবে
স্বদেশের কাছে যেনো পলাতক অপরাধী কোনো
স্বজনের রক্তে ভেসে যাচ্ছে যখন স্বদেশ
প্রতিশোধহীন অক্ষম আক্রোশে কাঁদে এ পরিভ্রমণ।

ক্ষমতা পাওয়া আর ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্তে
পতিত শ্বৈরাচার আর পরাজিত পাপাচার
বুকে তুলে নেই রক্তমাখা সব অঙ্গীকার ভুলে।

অতি উচ্চকণ্ঠে অসা¤প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত
স্বদেশের প্রতিশ্র“তি দিয়ে গেছি সকলের কাছে
কোনমুখে আজ দাঁড়াবো সামনে?

ব্যর্থতার কালিমাখা এ মুখ দেখাবো কাকে?
সলিমুল­াহ, জাহাঙ্গীর, সাকী সেলিমা, গিয়ায়, ফকির রব
শামীম, আমিন, খালেদা, মোসাব্বির তারাও কি আছেন উদ্বিগ্ন
বাংলাদেশের গণতন্ত্রে?
রিচমন্ডে লুতফা হাসিন রোজী, আরিজোনায় নাজভী ইসলাম
লসএঞ্জলসে মৌসুমী লায়লা রতœা, টেক্সাসে রুহুল, ফারুক
কানাডায় কবি ইকবাল হাসান
আমি কার কাছে যাবো?