মাতা পিতা ভ্রাত ভগিনী প্রণয়ী নয়
শুধু স্বদেশের ছবি বুকে নিয়ে
নয়মাস রণাঙ্গনে ক্ষুধা, মৃত্যু, দুর্ভোগ উপেক্ষা করে
ফুল থ্রু করেছে হৃদয় তাদের ললাটে আজ গ্লানী টিকা
ছাপান্ন হাজার বর্গমাইল তাদের বধ্যভূমি।

ধরে নাই চাল, জ্বলে না চুলায় আগুন
বর্ণহীন সন্তানেরা যায় আঁধারের পাঠশালায়।

একদিন যারা যুদ্ধ জয় করে ফিরেছিল কাঁধে রাইফেল
কোমরে কার্তুজ, লাল গোলাপের স্বপ্ন নিয়ে
ধূসর পিঙ্গল চোখে আজ দুঃস্বপ্নের ছানি
পরাজিত পরাহত জীবন যুদ্ধের ব্যর্থ ট্রিগারে আঙুল রেখে
গুলিব্দিধ পাখির মতোন কতরায় দুর্বিসহ যন্ত্রণায়।

তাদেরই বুকের আগুন থেকে জন্ম নিল যে স্বদেশ

সে স্বদেশে তারাই আজকে উপদ্রুত, দেশোদ্রোহী
রাজাসনে রাজাকার তারাই আজ দেশোপ্রেমিক।

২৫.১.২০০২