যে থাকে থাকুক নগর ভাগাড়ে
মৃত শুয়োরের পাহারায় তীক্ষè শকুনির ঠোঁট
ভয়ংকর গরিলার মতো লোডশেডিং তীব্র যানজট
গ্যাস পানিহীন মরুভূমিতে
উটের মতো মাথা গুঁজে

আমি চললাম নীল যমুনায়, সবুজ ধানখেত
গাঁয়ের হালট মেঠোপথ জোনাকির আলো
অবারিত সকালের মতো স্নিগ্ধ মায়ের আঁচলে।

কোনো এক দূর গ্রামে বৃষ্টিবন্দি
আদিগন্ত সবুজ, মেঘসিক্ত টিনের চালে কাহারবা
আহা! কার নূপুরে পা যেন ছন্দ তোলে ভাঙা এ বুকে

কুয়াশা-ঝাপসা জলের ঝরনা-নৃত্য
মন্দ্রিত কোরাস ঝরে পড়ে
সবুজ পাতার টোলে
সোঁদা মাটির ঘ্রাণে
কোন দূর বনভূমি কেঁদে ওঠে অনন্ত বিরহে?

২৯.০৫.২০১১ সিরাজগঞ্জের পথে