ঠাকুর তোমার আলখাল্লা ঢাকা বঙ্গভূমি
অতল উতল বঙ্গোপসাগর বনভূমি
জোব্বার পকেটে গায় গান দখিন হাওয়া
জটারণ্যে জমা মেঘসিন্ধু হিমালয় ওড়ে
সুন্দরবনের ডোরাকাটা চোখে নামে প্রেম
চিত্রল হরিণী নাচে তৃষ্ণার্ত সবুজ কামে
কবুতর জীবনের খোপে খুদকুঁড়া খুঁটে
পাই বিমর্ষ আত্মার তোমারই সঞ্জিবনী
শূন্যতায় হাহাকারে পরাজয় ব্যর্থতায়
নিঃস্ব প্রতারিত মন অজ্ঞাতে আশ্রয় খোঁজে
তোমার অসীম নিলীমায় অসহায় ডানা
বিপন্ন অস্তিত্ব জেগে ওঠে ফের স্বপ্নশক্তি
প্রেম কাম শক্তির দেবতা তুমি ভক্তদের
আহা! যদি হারান পরান ফুলি বেলিদের
কাছে যেত পৌঁছানো তোমাকে নিবিড় মাটিতে
সুখসম্পদ শান্তিতে ভরে উঠতো কি বাংলা?

০৮.০৫.২০১১ ইস্কাটন গার্ডেন