যমুনায় যাই যমুনায় নেই ঢেউ
যমুনার স্রোত কে ফেরাল কাল রাতে?
নীল বেদনায় আমাকে ভাসালে যদি
কেড়ে নিলে যদি জীবনের সব ক‚ল
আজ তবে কেন থেমে যাবে সর্বগ্রাসী?

পাড়ভাঙা পাড়ে আজো কাঁদে রাখালিয়া
সেই বনভূমি পথ ঘাট মাঠ এ বিরান বুকে
বেজে ওঠে হাহাকার।

স্বপ্নের বাগান ভিটে মাটি বাড়ি
কাঁখের কলস ভাসালে সুদূর
কেন তবে আজ নব্য চরে থেকে যাবে অগ্রগতি?

যমুনায় যাই যমুনায় নেই ঢেউ
করাল কুমীর স্রোত রুখে দিল
এ কোন কালের রোধ?

১৮.১২.৯৮
ঢাকা