মোহন সহপাঠী আমার- কৈশোরের বন্ধু -মান্নান হীরা

মানুষ জীবনের যে বয়সে কবিতা লিখে ভাঁজ করে বুক পকেটে চেপে ধরে থাকে তারপর কারণে অকারণে খুলে খুলে পড়ে- পড়ায়; মোহনকে চিনি বয়সের সেই কাল থেকে। ও সহপাঠী আমার- কৈশোরের বন্ধু।

ওর কবিতা, ছন্দ সংলাপ, ভালোবাসার সুর, আকৃতি সব আমার চেনা। কেবল মাঝে মধ্যে অচেনা ঠেকে ওর বুকের ভেতরের আগুনটুকু। শুধু এটুকু জানি নিরন্ন কিষানীর বাসি উননের পাশে থেকেছে মোহন- পাট শ্রমিকের গোপন তহবিল ওর নখদর্পনে যমুনার চরে খাঁ খাঁ দুপুরে একাকী প্রহর গুনেছে ও সশস্ত্র সাথীর জন্য। এসবই মোহনের কবিতা… মোহনের বাঁশি…

Leave a Reply