এই মায়াবী মোহন জ্যোৎস্নার ঝর্ণায়
সুখম উল­াসে বেজে ওঠে হৃদয় সিষ্ফনী
সুরের ঝংকারে।
দেখো, সরিষা ফুলের মতো ফুটে আছে নক্ষত্রের রাত
চাপিলা মাছের ঝাঁক ভেসে ওঠে রূপবতী জলের ঢেউয়ে
দূর দিগন্তে দুলে ওঠে ঝলমল রূপোর ঝালর
শ্রাবণ জ্যোৎস্নায় বনময়ুরী মেলেছে পেখম ধ্র“পদী মুদ্রায়
ছলকে উঠছে রক্তে এক ভয়ানক বাইসন
ঝ’রে পড়েছে শরীর থেকে তন্তুবাস
উন্মোচিত তীব্র তীক্ষè সুডৌল উত্থান।

আহা! চন্দ্রোদয়! পাহাড় চূড়ায়!
পৃথিবীর আর কোন শিল্পসৌন্দর্যই নয়
তুলনা তোমার।
এসো আরোহণ করি, প্রতিটি সিঁড়ি ভেঙে ভেঙে
পৌঁছে যাই সুখ স্বর্গের অপার আলোকে
এই সোনাঝরা মায়াবী মোহন জ্যোৎস্নায়
শুধু উল­াস, শুধু উল­াস, শুধুই উল­াস।