পেছনে মেঘ ঝড় চোরাবালি
সমুখে ঘোর অজানা আশঙ্কা
ডাইনে বাঁয়ে প্রতারিত বিশ্বাস
তুমি কোন দিকে যাবে?

পথে পথে এত কাঁটা পাথর খানা-খন্দক
রক্তাক্ত পা আর চলতে পারে না
অসাড় নিস্পন্দ ভেঙে পড়ে
তবু কেন এই পথচলা কিসের হাতছানি
কী পেলে? আজীবন লালিত কষ্ট-কে আর
কত কষ্ট দেবে মোহন বালক?

স্বপ্ন-মাতাল দূর-সওয়ারি প্রেমান্ধ
আর কত গগনচুম্বি নক্ষত্র নীলিম আসমুদ্র
পরাবাস্তব ছুটে চলা?

প্রেম আর স্বপ্ন ফেরিঅলা
আয়ু তো শেষ হয়ে এল! সওদা কি কিছু
হলো? আর কিছুই না হোক নিজেকে নিজের
সান্ত্বনা দেওয়ার সঞ্চয় কিছু?

পেছনে ঝড় মেঘ সমুখে অনন্ত অন্ধকার…

২০ মার্চ ২০০৯, শরৎ বসু রোড, কলকাতা