মাঝে মাঝে ভ্রমণে যাওয়া ভাল
যেমন পাখিরা বহুদূরে উড়ে যায়।

সমুদ্র পাহাড় নদী বনভূমি
মিউজিয়াম জ্যু আর্ট গ্রালারি মার্কেট
ঐতিহাসিক সুকীর্তি
আধুনিক বিবিধ বিষ্ময় কতকিছু দেখবার আছে।

গরিব দেশের মানুষও ভ্রমণ পিয়াসী
ভ্রমণে না গেলে দেখাশেখা হয় না কিছুই
মন ও হৃদয় সবুজ সতেজ
ভালবাসায় যায় না রাঙিয়ে তোলা।

তুমিও ভ্রমণে গেছ দূরে বহুদূরে কোথাও
প্রজাপতির রঙিন ডানায় ফুরফুরে নির্মল আনন্দে
ভরে নিচ্ছ বহুদিনের গুমোট মন
নতুন বিষ্টয়ে চোখ মেলছো বর্ণিল চতুর্দিকে।

জ্যোৎস্নার মায়াবী চিত্রকলা ফুটে ওঠে
কোনো হ্রদের স্ফটিক জলে পাহাড়ের
বুক চিরে নেমে আসছে উজ্ছল ঝর্ণা স্রোত
বিকেলের কমলা রঙ রোদ যখন
উছলে পড়ে সাগর সৈকতে
সহসা তোমার মনে কি পড়ে না সেই মুখ?

তোমার যে কোনো নীরবতা নিঃসংবাদে
শরবিদ্ধ পাখির মতোন যন্ত্রণায় ঘুমুতে পারে না
দূরে কিংবা কাছে যে কোনো ভ্রমণে যাওয়ার আগে
তোমাকে জানিয়ে যায়- কতদূরে যাবে…

সেই তাকে না জানিয়ে তুমি কবে কোথায় উধাও হলে
কোন্ আকাশের ঠিকানায় কোন্ মেঘের আড়ালে?
একবারও কি তার স্মৃতি বেজে ওঠে না ঢেউয়ের বুকে
দূর কোন নক্ষত্রই কি বলে না তার কথা
কোনো পাখির শিসেই কি নেই সেই চেনা স্বর;

  • না বলে কোথাও যাওয়া ভাল নয়।