মিলনের রক্ত স্ফুলিঙ্গের মতো
জ্বেলে দেয় চেতনার বারুদ
মিলনের রক্তে উথলে ওঠে গণসমুদ্র
বিভেদ অনৈক্য চোরাবালি
ঘুচে যায় সকল ভীরুতা ও দোদুল্যমানতা।

মিলনের রক্তস্রোত রাজপথ প্লাবিত ক’রে
জমাট রক্তের বাঁধ-ভাঙা জোয়ার-আনে
মিলনের রক্তে চিকিৎসক শিল্পী কবি সাংবাদিক
ছাত্র শিক্ষক পেশাজীবী মহামিলনের মোহনায় মিশে যায়
মিলনের রক্ত আবার জাগায়
লাঠি গুলি টিয়ার গ্যাসে সন্ত্রস্ত বাংলাদেশ।

মিলনের রক্ত আবার মেশিনগানের মুখোমুখি করে
সাহসী যৌবন
মিলনের রক্তের ফিন্কি দেখে ভয়ে পালিয়ে যায়
সশস্ত্র গুণ্ডার দল, থরথর কাঁপন শুরু হয়।
অস্ত্রবাজ জেনারেল আর তাদের পা-চাটা কুকুরদের।

মিলনের রক্তে গণদাবির কাছে নিঃশর্ত আত্মসমর্পণ
করে খুনি দাম্ভিক নিষ্ঠুর একগুঁয়ে একনায়ক
মিলনের রক্তের উত্তাল তরঙ্গে ভেসে যায়
স্বৈরাচারের তখ্তে তাউস্।

মিলনের রক্তে গণঅভ্যুত্থান
মিলনের রক্তে জনতার জয়
মিলনের রক্তে গণতন্ত্র মুক্তি পায়
মিলনের রক্তে মুক্তির ইতিহাস
মিলনের মৃত্যু নেই চির-অমর মিলন।