এতো যে মিছিল মিছিলিজীবন
মিছিলে মিছিলে উদ্বেল মন
তবু কি আমার মা বোঝে মিছিল কী?

এখনো আমার পথ রোধ করে দাঁড়ায়
‘বাবা আর তুই যাইস্ না মিছিলে।’
এতো যে মিছিল মিছিলিজীবন
তবু কি আমার বাবা চায়
সারাজীবন আমি মিছিলেই থাকি?

আজকাল প্রায়ই বলতে শুনি
‘আর কতকাল মিছিল মিছিল।’

এত যে মিছিল মিছিলিজীবন
তবু কি আমার প্রিয়তম নারী হাসি মুখে বলে
– যাও মিছিলে যাও।’

তবু আমি যাই
প্রতিটি মিছিলে, মিছিলের ডাকে
হই ঘরছাড়া, ভুলে যাই স্বজন
প্রিয়বন্ধন; মিছিলই আমার চিরবান্ধব।

মিছিলে যদিও বুলেটের ভয়
তবু আমি থাকি অগ্রভাগেই
এত যে মিছিল মিছিলিজীবন
মিছিলই হবে বিজয় আমার?