এখন তুমি কেমন আছো মায়াবিনী
নতুন রসে নতুন কষে ভর-ভরন্ত যৌবন কলসি
হাহাকারের শূন্য জীবন পূর্ণ হলো মরুদ্যানে
কেমন আছো নতুন ছোঁয়ায় নতুন রঙে পুরান দেয়াল?

এখন তুমি কেমন আছো মায়াবিনী
হাতির ছানা ছাতির তলায় পুষছোতো বেশ
পাঁচ নম্বরে ঝেড়ে ফেলে প্রেমের বিষ সাত সকালে
বৃদ্ধ গজে উঠলে তাই মুখ থুবড়ালো মধ্যপথে।

ফিরে এসেও মিলল কি ঝিল মধ্যরাতের
শিরিন গলির মিহিন প্রেমিক মুখ ফেরাল?
মধুরভাÐ লÐভÐ দশ শকুনির খাড়াল ঠোঁটে
ভরলো না মন দেহতত্তে¡ দ্বিগুন ফাগুন পুড়ছে যখন!

এখন তুমি কেমন আছো মায়াবিনী
নিত্যনতুন রঙের পোশাক বাহারি ছাপ
দর্জিখানায় মর্জিমাফিক বুনে দিচ্ছো
উড়াল স্তনে এই নগরের নটিনীদের দোকানদার?

এখন তুমি কেমন আছো মায়াবিনী
হনলুলু নতুন নাগর টইটুম্বুর
বিত্ত-বেসাত লাউ-কুমড়ার সমঝদার
ছিবড়া কলার নিবরা স্বাদে উথাল পাথাল?

০৪.০২.২০১২ সেগুনবাগিচা