মানবিকতার পাশে তার স্মৃতি থেকে যাবে মোহন সুর তরঙ্গে -জাফর ওয়াজেদ

‘জ্বলে উঠি সাহসী মানুষ’ বলে যে যুবা একদিন নেমে এসেছিলো মানুষের কাছে, চেয়েছিলো ‘ফিরে দাও সেই স্টেনগান’। সে ‘ঘাতন না প্রেমিক’ ‘সবুজ চাদরে ঢাকা রক্তাক্ত ছুরি’র সন্ধানে ব্যাপৃত হবে হয়তো চরাচর। সাহসে বুক বেঁধে একদিন যে দাঁড়িয়েছিলো মানবিকতার পাশে তার স্মৃতি থেকে যাবে মোহন সুর তরঙ্গে। মোহনকে শুভেচ্ছা।

Leave a Reply