শুধু তুমিই দেখো না সূর্যাস্ত বিকাল
কালো মেঘে ঢেকে গেছে সমস্ত আকাশ
চারিদিকে কী এক ভয়াল স্তব্ধতা
যেন এখনি ভেঙে পড়বে সৌরজগৎ এ পৃথিবীতে

স্বর্ণাসনে বসে কী অপূর্ব আয়েশী ভঙ্গিতে
আঙুল ফোটাচ্ছ তুমি তুলছো সুখ হাই
তোমার পায়ের কাছে গড়াগড়ি যায়
বসন্তের মদির হাওয়া সমুদ্রের নীল ঢেউ
পিয়ানোতে সুর তোলে সহাস্য বাদক
দাসীগণ সদা পঞ্চমুখ তোমারই গুণগানে
আশ্চর্য ভৃত্যরা সারাক্ষণ ব্যস্ত আজ্ঞা পালনে
অথচ কেউই টের পাচ্ছে না ঝড়ের আলামত

ওই তো পড়ছে ভেঙে বিদ্যুৎ খুঁটি অন্ধকার
বজ্রপাতে ধসে যাচ্ছে ব্রিজ পথ ঘাট গাছপালা
চুলায় গ্যাসও নেই মোম জ্বালাবার
কারা যেন ভয়াল উন্মত্ত খুনোখুনিতে
ওই তো এক কোপে কার কল্লা দিল নামিয়ে উল্লাসে
ব্রাশফায়ারে ঝাঁজরা কার বুক
কেটে নিচ্ছে কার হাত পা, খুঁচিয়ে উপড়ে নিচ্ছে চোখ
চন্দ্রিমা উদ্যানে একঝাঁক তুলার মতন তরুণীকে
গণধর্ষণে রক্তাক্ত করছে উর্দিপরা কারা যেন
লুট হয়ে যাচ্ছে শাক সবজি ফলমূল মাছ মাংস
চাল ডাল তেল নুন শিশুখাদ্য সোনার দোকান
ফলের বাগান শেয়ারবাজার ব্যাংক-রিজার্ভ
টেন্ডারবাক্স শিক্ষালয় জমিজমা ভিটামাটি

অজগরের মতন যানজট গিলে খাচ্ছে অমূল্য সময়
হতাশ বিক্ষুব্ধ মানুষের ক্রোধ বাড়ে দিন দিন
রিকশাওয়ালা হকার মজুরের রক্তবর্ণ চোখ
প্রতি মুহূর্তে হলকা নিশ্বাস ছাড়ছে প্রতিটি গাছপালা
খোলা আকাশের নিচে সূর্যের মতন স্বচ্ছ সবকিছু
দেখছে সবাই ব্যথিত বিমর্ষ বিপন্ন চোখে
শুধু তোমারই চোখে সবুজ মসৃণ সুবিন্যস্ত ফ্লোরিডার
ইকো পার্কের মতন সুশোভিত, গুগল সার্চের মতন পাওয়া যায়
সব সুখ শান্তি প্রেম সম্পদ প্রবৃদ্ধি জোয়ারে ভাসছে
যেন অপটিক্যাল ফাইবার নেটে ডিজিটাল বাংলাদেশ

শুধু তুমিই দেখো না ভোরের উজ্জ্বল সূর্য
ক্রমশ নিষ্প্রভ অস্তগামী মেঘাচ্ছন্ন
মহাঝড় উঠে আসছে ঈষাণ কোণ থেকে
সব চোখই কি তবে অন্ধ হয়ে যায়
গুঁইসাপের মতন মধুচাকে

তাই বলে কি প্রলয় বন্ধ হবে?

২৮.০১.২০১২ ইস্কাটন গার্ডেন