প্রতারণাগুলো একই রকম প্রতারিণীদের রূপ এক
লাল গোলাপে লুকিয়ে রাখে ভয়ানক হেমলক
সিঁড়ি পেয়ে গেলে দ্রুত উঠে যায় স্বপ্নলোকে
মুছে ফেলে সব চিহ্ন সোঁদাগন্ধ অতীত মাটির।

প্রতারণাগুলো একই রকম প্রতারিণীদের রূপ এক

পাওয়া না পাওয়ার হিসেব নিকেষ যথার্থ নির্ভুল
যখন যেমন তখন তেমন অতি লক্ষ্যে স্থির
পুষ্পমধু যেখানেই ঝু’রে পেতে দেয় লুব্ধ জিভ।

প্রতারণাগুলো একই রকম প্রতারিণীদের রূপ এক

যেন তারা পৃথিবীতে অন্ধ-বন্ধ এক প্রেমে
সব প্রেম সুধা এক পাত্রে ডেলে হতে চায় অমরাবতী
পূর্ণ হলে আরাধনা মিলে গেলে কাম্যবস্তু
নিমেষেই ছিঁড়ে ফেলে গাঁথামালা প্রণয়ের।

প্রতারণাগুলো একই রকম প্রতারিণীদের রূপ এক

তারা হাসে তারা গায় তারা পায় সবকিছু প্রাচুর্যের
শুধু তারা হৃদয়ের ঐশ্বর্যের সুখ কোনদিন পায় না
আর দেখতে পায় না প্রেমিকের ক্ষত বুক থেকে
ঝ’রে পড় অবিরত রক্তস্রোত।

১০.৮.৯৯