ভোর সকালের মেয়ে
তুমি ঘুমিয়ে আছ কেন?
তুমি ওঠো, মেলো চোখ
রাঙা ছেলে ওই যে দেয় উঁকি
হাতছানিতে চুপ ইশারায়
তোমায় ডাকছে নিরবধি।

তুমি জাগো, ওঠো
মায়ের বাহু খুলে
নকশি কাঁথা ফেলে
উঠে এসো নিঃশব্দ
আলতো পায়ে পায়ে।
দেখো হিম কুয়াশা ছিঁড়ে
লাল গোলাপটা কেমন করে ফোটে
কেমন করে সাদা আলোর
উষ্ণতা দেয় পাতায় পাতায় ঢেলে।
ভোর সকালের মেয়ে
তুমি জাগো, ওঠো
অমন করেই তোমার মনের
রঙের আলোয় ফুটিয়ে তোলো
নতুন আরেক সকাল।

ভোর সকালের মেয়ে
তুমি জাগো, ওঠো।