ভোরের আলোর ফুটপাতে
অর্ধনগ্ন শুয়ে আছে এক নারী একা।
নিটোল পাথরে খোদাই ভাস্কর্য কোনো
শান্ত স্থির গভীর নিদ্রায় নিমগ্ন
পাতালপুরীর রাজকন্যে যেন,
শুধু নেই ছন্দময় স্পন্দন বুকের
সুগঠিত স্তম্ভের মতন ঊরুর সুবিকাশ
হাসছে কংক্রিটে।

যদিও সে যন্ত্রণাবিদ্ধ
তবু জনশূন্যহীন ভোরের আলোয়
নির্ভীক, নিঃশঙ্ক- তার আর হারাবার কিছু নেই।