ভুলে যাওয়া ভালো ভুলে থাকা ভালো নয়
আমাকে ভুলতে হলে ভুলে যেতে হবে নিজেকেই।
তোমার গভীরে আমি প্রোথিত যেরকম
শালবৃক্ষের শেকড় মাটির গভীরে।

আমি জানি আমার অস্তিত্ব
সারাক্ষণ শিহরন তোলে তোমার নওলী বুকে
পিঁপড়ের মতো ঘুরে বেড়ায় সোমত্ত শরীরে
কিছুতেই তাকে ছুড়ে ফেলে দিতে পারবে না
যতদিন যাবে কস্তুরীর মতো সুঘ্রাণ ছড়াবে
অজর স্মৃতির কৌটা।

কিছুতেই তুমি অস্বীকার করতে পারো না
প্যারাট্রুপের মতন আকস্মিক ঝাঁপিয়ে পড়া
গোপন গেরিলা সময়গুলোকে
নিপুণ আঙুলে বিলিকাটা দিন
রেশম রোমশ বুকে ঘষা চন্দনের ঘ্রাণ।

কোন্ তীব্র অভিমানে দূরে সরে আছ।
আর কেন খোঁজাখুঁজি ডাকাডাকি নেই
হটলাইনে ওঠে না হঠাৎ বেজে
এ কি ভুলে যাওয়া নাকি ভুলে থাকা?

ভুলে যাওয়া ভালো ভুলে থাকা ভালো নয়।