বার বার এক ভুল, ভুলই জীবন!
ভুলের মাশুল গোনা শেষ হবে কবে?
প্রতিজ্ঞাপাহাড় চুঁয়ে ভুলের প্রবাহ
কোথায় ভাসিয়ে নিয়ে যায় আবারও

ক্ষতগুলো মুছে ফেলি জোড়া দিই ফের
হৃদয়ধমনীগুল্ম পুনরায় হায়
যেন বড় যতœ করে কালফণা তুলে
নিই বুকে নতুন দংশন প্রতীক্ষায়

আপেলের মতো মুখগুলো ভয়ানক
হাঙরের হা-মুখে বদলে যায় হায়
কেমন অচেনা সমুদ্রের কালো ঢেউ
স্বার্থের গম্বুজ ছাড়া চেনে না কিছুই

দূরে সরে যাই বহুদূরে ঘৃণা নিয়ে
ক্ষমার অযোগ্য এইসব হিংস্রকের
তীক্ষè দন্তাঘাত থেকে ঝরেপড়া লালে
একাকার হতে হতে দৃঢ় প্রতিজ্ঞায়

তবু কেন ফের বুকে তুলে নিই ভুল
মানুষের মমতায় বিষধর মুখ।

০৩.০৪.২০১০ সেগুনবাগিচা