তবু থেমে থাকে না জীবন
আসে যায় রাত্রি ভোর অমানিশা
প্রখর সূর্যতাপে গলে যায় সাইবেরিয়া
মহাকালের যোনী থেকে ঝরে যায় একেকটি দিন
তাম্রলিপি থেকে আসে হাওয়া-দক্ষিণের দরজা
খোলা থাকে, পশ্চিমের মেঘ আসে ধেয়ে
আগ্রাসিত আকাশের কান্নাগুলো সফেদ শিলায়
ঝরে পড়ে কচি ফসলের ক্ষেতে
পরাজিত জীবনে তবু আসে বৈশাখ
খরতাপদগ্ধআত্মা পিপাসিত চাতকহৃদয়
মাগে এক ফোঁটা জল।

নাচো, নাচাও কালবৈশাখী
তুমুল তীব্র নৃত্যরঙ্গে তছনছ হয়ে যাক
সবুজ বীজতলা সোনার যৌবন
উঠুক ঝড় মাতুক তুফান নদী ও পাহাড়
লাগুক আগুন বাজুক হাহাকার
মননে মেধায় জাগুক হৃদয়
নতুন আশা নতুন ভাষা নবতর প্রেম।

১৫ এপ্রিল ২০০৯, ঢাকা