তবে কি বেদখল হবে
একুশের প্রভাতফেরি
বইমেলা ভোরের কবিতা বরকত সালাম
শহীদ মিনার আজিমপুর কবরস্থান
আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারি?

তবে কি বেদখল হবে
বৈশাখের ঝকঝকে সকাল
রমনার বটমূল ছায়ানটের বর্ষবরণ লালন হাছন
অতুল ডিএল মাইকেল রবীন্দ্রনাথ
এসো হে বৈশাখ এসো এসো
মঙ্গল শোভাযাত্রা বৈশাখীমেলা
নাগরদোলা পান্তা-ইলিশ প্রতিটি প্রাণের উৎসব?

তবে কি বেদখল হবে
বিশ্ববিদ্যালয় কলাভবন বটতলা বাংলা বিভাগ
পতাকা উত্তোলন ইশতেহার পাঠ মধুর ক্যান্টিন
লাইব্রেরি মাঠ হাকিম চত্বর টিএসসি স্বোপার্জিত স্বাধীনতা
নজরুল কামরুল সমাধি চারুকলা প্রতিটি ছাত্রাবাস
কবিতার মঞ্চ সাংস্কৃতিক সংঘ রেডিও টিভি
নাটক টকশো সংবাদপত্রের পাতা?

তবে কি বেদখল হবে
শাহবাগ থেকে দোয়েল চত্বর জুড়ে বাঁধভাঙা জোয়ার
জলোচ্ছ¡াসের মতন উৎসব মুখর বিজয় দিবস
‘জয় বাংলা’ কিশোর-কিশোরী শিশুদের
গালে আঁকা লালসবুজ পতাকা?

তবে কি বেদখল হবে
নবান্ন উৎসব নতুন ধানের মৌ মৌ গন্ধ
পিঠা পার্বণ ঈদ পূজা বড়দিন বৌদ্ধ পূর্ণিমা
হাডুডু লাঠিখেলা নৌকা বাইচ ষাঁড়ের লড়াই
যাত্রা পালা হাট আড্ডা বিহানবাজার?

তবে কি বেদখল হবে
প্রতিটি শিক্ষালয় চিকিৎসাকেন্দ্র প্রমোদোদ্যান হ্রদ নদী
সমুদ্র বন্দর সাগর সৈকত বেলাভূমি উপত্যকা
বনভূমি ফসলের খেত মাঠ প্রান্তর ফুটপাত
সীমাহীন দিগন্ত?

তবে কি বেদখল হবে
শরতের অপূর্ব মেঘদল রৌদ্রোজ্জ্বল দিন
হেমন্তের হলুদ বিকেল অপরূপা নারীর মতন
পত্রপুষ্পে ভরে ওঠা বসন্ত বাগান কোকিলের
কুহু কুহু ঘুঘুর উদাস করা ডাক?

তবে কি বেদখল হবে
বাংলার জল মাটি হাওয়া
আশ্চর্য প্রকৃতি ষড়ঋতু সাদাসিধা সহজসরল
মানুষের আস্থা বিশ্বাস ভরসা ও ভালবাসা
যখন যে ক্ষমতায় যাবে বসবে ময়ূর সিংহাসন
তারই প্রবল মুঠিবন্দি হবে সবকিছু
যখন যা খুশি যেভাবে চালাবে সেভাবেই চলবে সবাই?

যে যাবে লংকায় সে-ই হবে রাবণ?

০৩.০২.২০১২ সেগুনবাগিচা