শুনি ফের বুনো শূয়রের ডাক
কাঁপে গ্রাম, কাঁদে শিশু
নদী বৃক্ষ পাখি ফুল মাঠ চরাচর…

পূঁতি গন্ধময় রোমশ দাঁতালগুলো
ছিঁড়ে খুড়ে তছনছ করে দেবে
রোয়াতে, অঙ্কুরিত টাল
সবজী বাগান, নিকানো উঠান!

ঘোর অমাবস্যায় এসব শুকরেরা
থাকে লুকিয়ে কোথায় সাড়াশব্দহীন
পলাতক সরিসৃপের মতন!

শুকাদ্বাদশীর চাঁদ যেই হেসে ওঠে নীলিমায়
অন্ধকার গুহা ছেড়ে কী দ্রুত বেরিয়ে আসে
থপথপ ঘোঁৎ ঘোঁৎ শব্দে আতঙ্ক ছড়িয়ে চারদিকে।

গোলাঘর ভাড়ার মাচান দহলিজ
পাঠশালা রঙ্গমঞ্চ হাট বাট পথ জনপদ
ডুবে যায় বো বো দাঁতাল দুর্গন্ধে
কামড়্ ঘোমচ্ েহিচড়ে পিচড়ে
সবকিছু লণ্ডভণ্ড করে দেয়।

নবান্নের গান, নতুন দিনের হাসি সব আয়োজন
বারবার শেষ হয়ে যায় লোভাতুর হিংস্রতায়;
শেষ হয়ে যাবে? কত বার? কত কাল?

১০ ফেব্র“য়ারি, ২০১০