১.
আসা যাওয়ার পথের ধুলায়
পড়ে থাকে কিছু পদচিহ্ন
কেউ দেখে কেউ দেখে না
কিছুই থাকে না থেমে কারও জন্যে
শুধু কবির হৃদয়-ক্ষত থেকে
ঝরে অবিরল রক্ত।

২.
যতবার যাই এই পথে
ততবার কষ্টের নীল ঢেউ
বয়ে যায় বুকের গভীরে
সুখের নোনাস্মৃতি
উথলে ওঠে হৃদয় সৈকত।

৩.
রাজসিংহাসন নয়
রাজ্য নয়, নয় সোনার মুকুট
আহা! যদি একফোঁটা ঘুম
তোমরা আমায় দিতে
কত রাত আমি ঘুমুতে পারি না।

৪.
বিনিদ্র এই সব রাত জানে
আমি কাকে ভালবেসে
নিঃস্ব ভিখারি হয়েছি।

৫.
চলে যাইÑ
তোমাকে রেখে
বিষণœ বৃষ্টির কান্নাভরা বুকে
রিক্ত নিঃস্ব বেদনার্ত চোখে।

৬.
ঘুমহীন রাতগুলো
এত দীর্ঘ… গুলিবিদ্ধ পাখির
মতন ডানা ঝাপটায়!

৭.
ইনস্মনিয়া! আহা ইনস্মনিয়া!
ঘুমাও; নির্ঘুম-যন্ত্রণা, তীর-বিদ্ধ রক্তজবা
নীল-স্বপ্ন ঘুমিয়ে পড়ো।
আহা! কত কাল তুমি চৈত্রদগ্ধ চরের মতন
জেগে আছ! অস্ট্রিল অরণ্যের মতো পুড়ে
খাক হয়ে যায় তোমার প্রতিটি শিরা-উপশিরা!
বিপুল আগ্নেয় লাভা কেঁপে কেঁপে ওঠে তৃষিত শরীর
মেঘের ভিস্তি হাতে কোথাও কেউ নেই
কোমল ঝিনুক খুলে!
জেগে আছো তুমি, জেগে থাকো
বিমূর্ত বিদীর্ণ হায়! ইনস্মনিয়া!

৮.
কেমন আছি
কোথায় আছি
কে বা খবর নেয়
শত্র“ মিত্র বুঝি না হায়
কষ্ট কে যে দেয়!

৯.
কেউ বোঝেনি কাউকে যখন
ঠিক তখনি ধ্বংস আগুন
জ্বলে ওঠে বিশ্বজুড়ে

প্রেমিক হৃদয় খাক হয়ে যায়
জ্বলে পুড়ে
রবি ঠাকুর আমার মতন
পুড়ে ছিলেন সেই ফাগুনে।

১০.
কত দিন কথা নেই
দেখা নেই
মনে পড়ে? মন পোড়ে?

১১.
নিষিদ্ধ এই পথে
তবু যেতে হয়
যেতে যেতে কেবলই
স্মৃতি জেগে রয়
তোমাকে আর পাব না জেনেও হায়
বারবার পেতে মন চায়।

১২.
প্রেম তবু প্রেম
অনন্ত আগুনে পুড়ে
নিঃশেষ হবে জেনেও
নিষিদ্ধ গন্ধম যারা খায়
তারাই তো প্রতীক প্রেমের
ভীরু কাপুরুষ, ভয়শীলা নারী
থাকে নিরাপদ সুখী (?) গৃহকোণে।

১৩.
প্রকৃত কবিরা
শুধু দিতে জানে
নিতে জানে না কিছুই
অভিমানে বেদনায়
পুড়ে পুড়ে ফোটায়
গোলাপ, চামেলী, জুঁই।

১৪.
কেউ যাকে কোনো মূল্যেই
পারল না কিনে নিতে
জীবনে যে চাইল না কারও
এতটুকু দয়া দাক্ষিণ্যও
অথচ সেই তোমার দরজায় এসে
বারবার মাগে একটুখানি প্রেম
পেয়ে এত অবহেলা আর তাচ্ছিল্যও।

১৫.
…গঞ্জে যাই
মন যে হায়
কেমন কেমন করে
মনের ভেতর স্মৃতির পাখি
ডানা ঝাপ্টে মরে…

১৬.
ভুল পাখি ভুলে যাও
ভুল করা ভুলগুলো
ভুল ঠোঁট মুছে ফেল
ভুল প্রেম চুমোগুলো
ভুল ফুল ফোটে না
ভুল কোনো বাগানে

১৭.
তুমি আমার
অজানা প্রেম না-লেখা কবিতা
অনন্ত মেঘ সূদুর আকাশ সুপ্তগহন চিতা।

১৮.
এই বৈশাখ
পূর্ণ করুক জীবনের
সব অপূর্ণ বাসনা
সব বঞ্চনা বেদনা
তুমুল হৃদয় ঝড়ে
উড়ে যাক দাসত্বের শৃঙ্খল।
১৯.
ফিরে যাই শূণ্য বুকে
তবু ফিরে ফিরে আসি
হয় না বলা, না-বলা কথা যে…

২০.
যদি তুমি না-দাও ধরা
স্বপ্নে এসো ঘুমে
তুমুল বৃস্টিচুম্বনে
ক্ষিপ্র মধুর আলিঙ্গনে
প্যারিস কিংবা রোমে
ঘুচবে দুঃখ জীবন ধারা

২১.
কে দেখাবে সুখস্বপ্ন
কে ঘুচাবে দুঃখ
আমি যে হায়
কাঙাল প্রেমিক
কষ্টের উপপাদ্য।

২২.
কবিকে বোঝে শুধু
নিঃশব্দ রাতের চাঁদ
নি¯-ব্দ সমুদ্রের ঢেউ
আর অরণ্যের বোবা কান্না।

২০০৯, ঢাকা