কারো সাথে ব্যক্তিগত কোনো বিরোধ আমার নেই
যে-পথে আমার চলা সে-পথের বিপক্ষে তোমরা।
আমি স্বপ্নের সুঘ্রাণ ছড়িয়ে দিয়েছি নীলাকাশে
পূতিগন্ধময় আঁস্তাকুড়ে ডুবে আছ ভগ্নকীট।

জুলজুলে চোখ রক্তমাখা ঠোঁট
হিংস্র শকুনের মতো প্রতিনিয়ত
ঠোকর দিচ্ছ বুকে আর হাসছ বীভৎস হাসি।
ভেবো না আমি সে জিঘাংসায় ভয় পেয়ে
প্রতিরোধহীন পালিয়ে বেড়াব।

আমি লম্পট মাতাল নিবীর্য কাগুজে বাঘ নই
কাপুরুষ হিজরা কলমের বিরুদ্ধে
ধারণ করতে পারি সাহসী কলম।

প্রহারে প্রহারে পারো বিবস্ত্র করতে
পারো দাঁতের দু’পাটি আর
চিরবিদ্রোহী চোখের মণি দুটি উপড়ে ফেলতে।
আমি হাতের মুঠোয় জীবন নিয়েছি
রুদ্ধ-কারার কপাট ভেঙেছি
রাজপথ কাঁপিয়েছি লড়াকু সৈনিক।

কোনো বর্বরতা আর রুখতে পারবে না আমার
ইতিহাস-সুনির্দিষ্ট অগ্রযাত্রা।

নগরনটীর কামাতুর নিতম্বসম্পদে লাথি মেরে
যে কোনো সময় বেছে নেব ভূতল জীবন
আবার সশস্ত্র হবো গোপন গেরিলা
আবার রক্তাক্ত রণাঙ্গনে প্রতিশোধে
উঠব ঝলসে
শেয়ার লুটেরা, ঋণ-খেলাপিরা ঝলসানো প্রাসাদের
সুরক্ষিত দরজা-জানলা বন্ধ করেও কাঁপবে ভয়ে
সারারাত নারীর বুকের উষ্ণতা নিয়েও
আর কোনো উত্থান হবে না কুলাঙ্গারদের।

কারো সাথে ব্যক্তিগত কোনো বিরোধ আমার নেই
শস্য আর বীজের বর্বর শত্র“ পরগাছা ষড়যন্ত্রি
বাঘডাসা কোনোদিন কিছু
উৎপন্ন করোনি শুধু গ্রাস করেছ।

হিটলার হালাকু চেঙ্গিস সালাজার
চিয়াং কাইশেক আর মীরজাফরের বংশধর
ইতিহাস বিকৃতকারী ঘৃণিত নিষ্ঠুর একনায়ক
ইতিহাস থেকে কোনো শিক্ষাই কখনো গ্রহণ করো নি
তোমরাই তোমাদের কবর খুঁড়েছো বারবার।

কারো সাথে ব্যক্তিগত কোনো বিরোধ আমার নেই
আমি ইতিহাস ও জনগণের পক্ষে আর
তোমরা আমার ভালোবাসা ও বিশ্বাসের বিপক্ষে।