বাজেনি বাজেনি বাঁশি তো বাজেনি
কাতর চোখের আকুলতা মাখা
খোলা জানালাও বলেনি বিদায়…

তবু চলে আসি। কোন্ বেদনার
নীল সরোবর ফুল ফুলে ওঠে
চোখের সাগরে?

একথা সেকথা হৃদয়ের ব্যথা
অব্যক্ত থাকে তবু চলে আসি
বাজেনি বাজেনি বাঁশি তো বাজেনি…

যতক্ষণ ট্রেন ছোটেনি সবেগে
পাশে বসে থেকে ভালোবেসে শেষে
ট্রেন ছেড়ে দিলে তবে নেমে আমি
অন্য সময়ে।

কেন এরকম এলোমেলো হল
সবকিছু হায়! তুমি চলে যাবে
দূরে বহুদূরে-আসবে আবার?
তবু কেন মন অভিমানি হলো
দূরে সরে এল যতটা সময়
কাছে থাকা যায় সেটুকু না-ভেবে?

তবুও হৃদয় কেঁদে কেঁদে ওঠে
ছেড়ে যাওয়া সানাইয়ের সুরে
বাজেনি বাজেনি বাঁশি তো বাজেনি…

৬.৩.৯৩ ঢাকা