যে যার ফিরেছে ঘরে আমার হলো না ফেরা

মোহনায় ফিরে গেছে দুর্দান্ত পাড়ভাঙা স্রোত
সুদূর সাইবেরিয়ায় ফিরে গেছে শীতের পাখিরা
ঘরজীবী মানুষেরা উষ্ণ গন্ধমের ঘ্রাণে নিয়ত
ফিরে যায় ঘরেÑ

সবারই থাকে প্রতীক্ষার বাহু
দরজায় মিষ্টি কলিংবেল
পরিপাটি আসবাব বিছানা বালিশ
ধোঁয়া ওঠা খাওয়ার টেবিল
কোমল হাতের ছোঁয়া।

আমি কার কাছে যাবো
ঝুলে থাকা তালা আর নিষ্প্রাণ
অবকাঠামোর নীরব গুহায়

শূন্য ঘরে একাকী ফেরে কি নিঃস্ব?

কক্ষচ্যুত ধ্রæবতারা সীমাহীন শূন্যতায়
আগুনের পিÐ হয়ে ছুটি
জ্বলে জ্বলে পুড়ে পুড়ে ছাই হয়ে ভাসি

যে যার ফিরেছে ঘরে আমার হলো না ফেরা।

২০.০৮.২০১০ পুরানা পল্টন