ফিরে দাও, ফিরে দাও সেই স্টেনগান
দাউ দাউ আগুনের শিখা সারি সারি লাশ
আর হায়েনার শ্যেনদৃষ্টির ভেতর থেকে
গোপনে সরিয়ে নেয়া কালো সে ইস্পাত।

ফিরে দাও, ফিরে দাও সেই স্টেনগান
ঝাউতলা হাট লুঠ করে ফিরে যাবার সময়
ইছামতি তীরে হানাদার বাহিনীকে নৌকাসমেত
ডুবিয়ে দেয়া ক্রুদ্ধ সাবমেশিন গান।

ফিরে দাও, ফিরে দাও সেই স্টেনগান
উজাড় গ্রামের পলায়না কিষানীকে ধানক্ষেতে
উপুর্যপরি ধর্ষণে উন্মত্ত খানসেনাদের বুকে
গর্জে ওঠা প্রতিশোধের আগুন।
ফিরে দাও, ফিরে দাও সেই স্টেনগান
শত্র“হননের উন্মত্ত নেশায় গ্রামে গঞ্জে
শহরে বাজারে অগ্নিফুল ফোটানো সে বৃক্ষ।

ফিরে দাও, ফিরে দাও সেই স্টেনগান
পরাজিত শত্র“রা আবার শানিয়েছে হিংস্র নখর
অশরীরী ছায়ার মতন ঘিরে ফেলছে সমগ্র দেশ।

ফিরে দাও, ফিরে দাও সেই স্টেনগান
ঘোর অন্ধকারে বুকে হেঁটে দ্রুম… দ্রুম… শব্দে
সহসা শত্র“র বাংকারে ঝাঁপিয়ে পড়ার
ভয়ংকর মারণাস্ত্র।

ফিরে দাও, ফিরে দাও সেই স্টেনগান
আমার ভায়ের রক্তে রাঙানো শহীদ মিনার
আমার মায়ের বোনের অশ্র“গড়া স্মৃতিসৌধে
আবার হেনেছে হায়েনারা নতুন আঘাত।

ফিরে দাও, ফিরে দাও সেই স্টেনগান
রাখালের প্রিয় বাঁশির মতন সারাক্ষণ
আগলে রেখেছি নয়মাস, ফুলথ্রু করেছি প্রতিদিন
কুমারী-খোঁপায় ফুল গোঁজার মতন সজ্জিত করেছি
গুলিভর্তি ম্যাগজিন।

ফিরে দাও, ফিরে দাও সেই স্টেনগান
রেসকোর্সের সবুজ গালিচায় বিরহকাতর
প্রেমিকের মতো জমা দিয়েছিলাম অজানা আশঙ্কায়
প্রিয়তম হাতিয়ার;
ফিরে দাও, ফিরে দাও সেই স্টেনগান।