অন্তত একটি ফুল ছড়াবে না সুমিষ্ট সুবাস
একটি মানুষ ঘৃণা বুকে নিয়ে দূরে সরে যাবে
নিশ্চিত বঞ্চিত হবে এক হৃদয়ের ভালোবাসা।

ডুকরে উঠুক বনভূমি পাখি প্রাণীকুল
কান্নায় উছলে পড়–ক নদীরা সব
ছুটে যাক অজস্র সমুদ্রধারা।

অশ্র“র ধারায় অবিরাম ঝরে পড়–ক আকাশ
ফুঁপিয়ে ফুঁপিয়ে বিদীর্ণ হোক আর্দ্র বাতাসের ঠোঁট
মানুষের হাহাকারে স্তব্ধ হোক চরাচর।

তবু জেনো এতটুকু বিচলিত হবে না একটি হৃদয়
মানবিক সমস্তানুভূতি নিয়ে কী ভীষণ
দঁাঁতে দাঁত চেপে অন্যদিকে ফিরিয়ে রাখবে মুখ।

মাটির মতন খাঁটি মানুষের প্রেম নিংড়ে নিয়ে
সদ্য-ফুটে-ওঠা কুসুমিত বাগান দু-পায়ে মাড়িয়ে
কারুকার্যময় সুনিপুণ শাড়ির আঁচলে মুছে নিয়েছ।
ঘৃণিত ঘাতক হাতের তাজা রক্তমাখা তলোয়ার।

২০.৭.৯৪ ঢাকা