ঝমঝম ভৈরব ব্রিজ পেরুলেই কবিবাড়ি
কোথায় ফারুক মাহমুদ?
ঝিনুকজলের মতো টলটলে নদীকোল
মাটির কলসি গ্রাম সবুজ কাঁখের অঙ্গ
ভারানত ফুটে থাকা শাখা নৃত্যরত
কাইয়ুমের তুলিতে আহা কী সুন্দর দোলে

বিমোহ শিশুপাঠ কী দোলা দিয়েছিল মনে
শব্দ দুলুনিতে মহাবুঁদ
কাঁপন তুলল লালে সেই ঢেউ খরস্রোত
মহাকাল বয়ে নিতে অবিরাম লোহিতক্ষরণ
কী ভীষণ দুখী চাষির জীবন নিল বেছে
নাফোটা নক্ষত্র চাষে সৃজন বিরহ পোত

ঘুঘু ঘোর ঝোপঝাড় তিসি খেত ভাঙা খাল
প্রাচীন মন্দির মাটিপথ
জ্বলাকয়লার বাষ্প ইঞ্জিন বাবুদের
পরিপাটি বাংলোমেয়ে মৎস্যআড়ং
আজো যেন বেণি নাচে
রক্তের দুন্দুভি কবিতা কবিতা বলে
মাঝরাত ডেকে যায় নির্ঘুম হাজং।

২৮.০৩.২০১১ সিলেটগামী পারাবত ট্রেনে