কোন কিছুই শাশ্বত নয়, ক্ষণ ভঙ্গুর
কাঁচের ঝাড়ের মতো টুকরো টুকরো হ’য়ে যায়
প্রেম ও পাথর
নিঃশব্দে দাঁড়িয়ে আছে ওই যে পাহাড়
শোনো, তার বুকে কি ভীষণ গর্জন
যে কোন সময় আর্তনাদে ফেটে পড়তে পারে।

যে সমুদ্র বিমাল বিস্তৃত জলরাশি
খাঁ খাঁ বালিয়ারি হতে পারে যে কোন মুহূর্ত।

যে আকাশ অনন্ত রহস্যে তাকিয়ে রয়েছে
হঠাৎ দেখবে হুড়মুড় ভেঙে পড়বে মাথায়।

সবুজ বৃক্ষের ওই মহারণ্য
বিরান ভূমিতে পরিণত হতে পারে
হঠাৎ দাবদাহে।

কোন কিছুই শাশ্বত নয়; ক্ষণ ভঙ্গুর
তবু ভালবাসার জন্যে মন কাঁদে, মন কাঁদে…

১১.৮.৯৯