একজন শক্তিমান দৃঢ়চিত্ত পুরুষের
সমস্ত দিনের অধিকাংশ সময় কেড়ে নিতে পারে
কোনো ঋতুবতী নারী এ আমি আমাকে দিয়ে
কোনোদিন বিশ্বাস করিনি।

আজ আমি যখন তোমার আকণ্ঠ প্রেমে
মাতালের মতো বুঁদ হয়ে পড়ে থাকি
তখন কী ক’রে সেই মহাসত্য,
বলো অস্বীকার করি?
দিন রাত্রি এমন সময় নেই
যখন তোমাকে ছাড়া আমার ভুবনে আমি একা যুবরাজ
অভিন্ন ছায়ার মতো তুমি সারাক্ষণ ছেয়ে থাকো আমার হৃদয়,
দিনান্তের যোগফলে একশত নম্বর তোমার ভাবনার।

মনের ভেতর শুধু স্বপ্ন-জট বেড়ে ওঠে
ইস্টিমারের মতন ক্রমশ স্পষ্ট হয় কূলে তোমার মুখ
দেখি ফেরিঘাটে সকরুণ চোখ দীন কুলির মতন
মোহন রায়হান দাঁড়িয়ে আছে মোটের আশায় প্রার্থনার ভঙ্গিতে।

৩.১.৭৭
ঘোড়াচরা, সিরাজগঞ্জ