তোমার আসার পথ লাসভেগাস অতিক্রম করে
প্যারিসের দিকে বেঁকে গেছে বুঝি? তাই এত দেরি?

যদি আমি লালাসিক্ত চুম্বনের মেঘ গুঁজে দিতে
পারতাম তোমার কবোষ্ণ ডানায় তাহলে তুমি
বিদ্যুৎহাওয়ায় উড়ে দশ মিনিট আগেই এসে
যেতে লালমাটি মাখা উরুভুরু দইনাচা পাখি

কতোটা তৃষ্ণায় মাটি ফুঁড়ে উদ্গীরিত লাভায়
জ্বলে ওঠে অগ্নিগিরি পুড়ে পুড়ে ছাই হয়ে যায়
বনভূমি লোকালয় মানবের মায়াময় স্মৃতি
দহনের দাবানল কী ভীষণ দগ্ধ দানবীয়
প্রতীক্ষার দাবদাহ জানে শুধু প্রতীক্ষহৃদয়।

খরা অতিবৃষ্টিতে কৃষক যেমন অপেক্ষা করে
বৃষ্টি কিম্বা রোদের ঘর্মাক্ত শ্রমিক যেমন
শীতল হাওয়া চায় জবজবে শরীরের ত্বকে
দুঃশাসন উপড়াতে বিপ্লবী যেমন চায় মহাঝড়।

তেমনি তোমার পদশব্দ প্রতীক্ষায় কেটে গেল
এই ক্ষয়িষ্ণু জীবন। আসবার কথা দিয়ে তুমি
কেন অন্ধ ভিখারির মতো বসিয়ে রেখেছ পথে
সহস্র পায়ের আওয়াজে মুখরিত জনপদ
শুধু সেই মধুর চরণধ্বনি বাজে না প্রাণে আর।

২৯.০৪.২০১১ সেগুনবাগিচা