প্রতীক্ষার সুবিশাল দেয়ালের পাশে
সবুজ শিরস্ত্রাণ মাথায় পামট্রিগুলো
রাতদিন পাহারায় অচেনা অতিথির।

শাকা নেড়ে পাতা দুলিয়ে হাওয়ায়
পাঠায় গোপনে বার্তা বুঝি কোনো
বন্দীর উদাস দৃষ্টি খুঁড়ে বুঝি বুঝে নেয়
নিঃশব্দ যন্ত্রণা কিছু।

রাষ্ট্রিক কিংবা হার্দিক কোনো কারাগারেই
বন্দী হতে চায় না অতিথি, দীর্ঘশ্বাস থেকে
লুফে নেয় সে অব্যক্ত বিদ্রোহী বারতা।

প্রেম কিংবা পাশবিকতার জিম্মি হতে
কিছুতেই বশ মানবে না বুঝে গেছে
ঘরময় ঘনঘন পায়চারী থেকে।
দমকা হাওয়ায় দ্রুত পৌঁছে দেয়
সেই সাংঘাতিক বিপ্লবের মন্ত্র।

প্রতীক্ষার সুবিশাল দেয়ালের পাশে
সবুজ শিরস্ত্রাণ মাথায় পামট্রিগুলো
আরো সতর্ক হয়ে ওঠে প্রবল বাতাসে
প্রতীক্ষার সুবিশাল কারাগার গুমরে ওঠে
নিঃসঙ্গ আর্তনাদ।

৩.১.৯৯
কলকাতা