প্রকৃত কবিকে লড়ে যেতে হয় একা
কাপুরুষ কৃপাণ কবির পৃষ্ঠদেশ করে রক্তাপ্লুত
বক্ষে থাকে তার শিল্পিত ইস্পাত-শব্দবর্ম
ব্র“টাসের সব আঘাতই তাই পেছন থেকেই।

সূর্য অস্ত গেলে সরীসৃপেরা বেরিয়ে আসে গর্ত থেকে
লোকালয়ে; ভয়ার্ত মানুষ পালায় দিগ্বিদিক
শুধু কবি সাহসী মশাল হাতে জ্বালে আলো।

অকুতোভয় কবি ও মানুষেরা এসে দাঁড়ায় কবির পাশে
ভীরু, কাপুরুষ, পলাতক কবি ও মানুষ থাকে নিরাপদ দূরে
প্রতারক সময়ের অভিঘাতে ছিন্নভিন্ন কবি; দেহ থেকে
ঝরেপড়া খুনে ভেসে যায় মাটি, আর্তনাদে কাঁদে পাখি ও প্রকৃতি।

প্রকৃত কবিকে তবু লড়ে যেতে হয় একা
মৃত্যুভয়, রক্তচক্ষু, লোভ, অপমান, অপবাদ
তুচ্ছ করে প্রকৃত বীরের মতন, সদৃপ্ত পদভারে
প্রচণ্ড আত্মবিশ্বাসে কবিকে ঘটাতে হয় আলোকিত সূর্যোদয়।

০৭ ফেব্র“য়ারি ২০১০, ইস্কাটন গার্ডেন