ওদের চিনে রাখো ওরাই চিহ্নিত শত্র“
ওরাই জনমনে কুয়াশার ধূম্রজাল
ওরাই বিশ্বাসঘাতক
ওরাই দালাল।

আমাদের এতদিনে গড়া রক্ত আর ত্যাগের ফসল
ওরাই দিয়েছে তুলে শত্র“গোলায়।

ওদের চিনে রাখো ওরাই চিহ্নিত শত্র“
ওরাই জনমনে কুয়াশার ধূম্রজাল।

ওরা মিশে থাকে ছদ্মবেশে জনতার মাঝে
সুযোগ বুঝে বিপক্ষে দাঁড়ায়
সুবিধার পা চেটে বানায় প্রাসাদ।

ওরা প্রভুভক্ত কুকুরও নয়
ওরা শুধু চেনে ক্ষমতার বিষ্ঠা
চেটে পুটে সাফ করে
(এমনকি ঝাড়– দেয় রাস্তাও)।

আজ ওরা পাগলা-ঘোড়ার লেজ
কাল ওরা কিম্ভূত গাধার কান
ওরা ওদের চর্চিত স্ত্রীদের গাধা ও ঘোড়ার
সাথে যুগপৎ জোর করে নিকে দিয়ে
খচ্চরের প্রজন্ম বাড়ায়।

ওদের চিনে রাখো ওরাই চিহ্নিত শত্র“
ওরাই জনমনে কুয়াশার ধূম্রজাল।
কোল বদলের খেলা ওরা খেলা করে
কোলে-কোলে ছন্দে-ছন্দে দোলে
ওরা পুরোনো বাদুড় ঝুলে থাকে মাথার ওপরে।

ওদের চিনে রাখো ওরাই চিহ্নিত শত্র“
ওরাই জনমনে কুয়াশার ধূম্রজাল।
জনতার ঐক্যে ধরায় ফাটল।

ঘরে বাইরে আজ ওদের চিহ্নিত করো
ছিঁড়ে ফেলো কারুকাজময় নিপুণ মুখোশ।