পরাজয় কাকে বলো?
পরাজয় নেই কোনো বীর-অভিধানে।

বারবার আসে ঘাত-প্রতিঘাতে
ফেরাও তাকে।
যদি না পারো হেরে যাও
মেনে নিও না।
দাঁড়াও আবার মাটিতে প্রোথিত করো
সুকঠিন পদক্ষেপ।

আবার আঘাত করো
যদি না পারো হেরে যাও
মেনে নিও না।

ছিন্নভিন্ন রক্তাক্ত হও ঢলে পড়ো
মৃত্যুর নির্মম কংক্রিটে
মাথা নত কোরো না।

পরাজয় কাকে বলো?
পরাজয় লেখা নেই বীর-অভিধানে।
দাঁড়াও আবার মাটিতে প্রোথিত করো
সুকঠিন পদক্ষেপ।
আবার আঘাত করো
যদি না পারো হেরে যাও
মেনে নিও না।

আবার আঘাত করো…