গোপন বাসনাগুলো
থাকে না গোপন মাঝে-মধ্যে
মাথা তোলে দুর্দান্ত প্রতাপে।

মানুষ মানুষই অন্যকিছু নয়
আরোপিত দেবত্ব খোলস খুলে
আদিমতা বেরিয়ে আসেই।

আত্মজিজ্ঞাসার মুখোমুখি হই
আমি কি পাতকী? অবিশ্বাসী?

গভীর ভেতর থেকে একজন
বলে ওঠে তুমি তো মানুষ
মানুষের যা-কিছু উত্থান ও পতন
মানবিক সবকিছু পৃথক কিছুই নয়।

অসহায় অন্তরাত্মা হাহাকারে বেজে ওঠে
কোনোদিন আমি চরিতার্থ হতে পারব না?