তবে মৃত্যুই অধিক আলো জীবনের চেয়ে

ব্যর্থ জীবন চষে যারা ফলিয়েছে ভুল
কণ্টকিত বেদনার সুনীল ধুতরা
আজীবন আলোর সন্ধানে নিবিড় আঁধার
সব সাধ মুছে ফেলে রক্তাক্ত হৃদয়।

যাদের কেবলি মুক্তির আনন্দে
মুখরিত করার কথা ছিল দিগ্বিদিক
তারা নিজেরাই শৃংখলিত আজ
নিজের আত্মাকে নিজেরাই
বটিকাবাবের মতো গনগনে অগ্নিচুলার
তাতানো শিকে করে দগ্ধ।

সুখের সুস্নিগ্ধ প্রশান্তিতে ভরে দিতে
প্রদীপ্ত জীবন নিজেরাই
আচুলনখাগ্র আমূল অসুখে জর্জরিত।

বিভীষিকাময় একাকিত্বে
তারাই অভিশপ্ত ইনসমনিয়ায়
ডাঙাতোলা কইমাছের মতন তড়্পায়
সারারাত ঘুমাতে পারে না।

পৃথিবীর সব নদী সমুদ্র অরণ্য ফসলের মাঠ
শহর নগর গ্রাম যারা প্লাবিত
করতে চেয়েছে নিখাদ মধুর প্রেমে
তাদেরই হৃদয় এখন ছলাকলা প্রতারণার
তমিস্রায় প্লাবিত
বেঁচে থাকার আকাক্সক্ষা আর জেগে থাকে প্রাণে?
ভয়ংকর ভল­ুকের মতন লোমশ কালোরাত
ঢেকে দেয় মধ্যগগনের প্রখর সূর্যের আলো
শেফালি ফুলের মতো ধবধবে কফিনের
স্বপ্ন ছাড়া আর কোনো আলোর নাচন কী
দেখতে পায় ব্যর্থ মানুষ, পরাজিত মানুষ!

০২ মে ২০০৯, ঢাকা