মাঝে মাঝে পিছে সরে আসা ভালো
মাঝে মাঝে শত্র“ শক্তিশালী হোক
এগোতে এগোতে যে শক্তি ব্যয়িত
পিছুতে পিছুতে সে শক্তির পুনরুদ্ধার হোক
প্রতিপক্ষ এইবার ব্যয় করুক কিছুটা।
সব যুদ্ধেই যে জয়ী হতে হবে এরকম
রণনীতি শিখিনি কখনো জয়-পরাজয় মানি।
সন্ধির সফেদ ওড়াইনি মেঘে
তবু ছেড়ে দিতে চাই ময়দান কিছুকাল
লুকানো বারুদ বুকে।

এ সময় ফাঁকা মাঠে এই তো সুযোগ
হে আমার প্রতিপক্ষ
হে আমার ছায়ার বিরুদ্ধে লড়াকু সৈনিক
এ বেলা ঝাঁপিয়ে পড়ো রণক্ষেত্রে।
দূরে দাঁড়িয়ে দেখব বীরত্ব তোমার
কতটুকু যুদ্ধকলা আয়ত্তে এনেছ।

ছায়ার বিরুদ্ধে ধারণ করেছ কায়া
মারাত্মক মারণাস্ত্র
মসির বিরুদ্ধে অসি ঘোরাচ্ছ তুমুল
রক্তপাতহীন এই যুদ্ধে কতটা বিজয়ী
হবে তুমি?

‘৮৯ ঢাকা