অন্যকিছু নয়; টুপটাপ
বৃষ্টির ফোঁটার মতো
তোমার সঘন কণ্ঠস্বর শোনার অস্থির অপেক্ষায়
পেন্ডুলামের মতন সারাদিন কেটে গেল।

একটানা রিসিভার বেজে যায়
তুমি নেই তুমি নেই
তুমি নেই সুখ নেই শান্তি নেই নেই ভালোবাসা।

সকল সুখের জন্যে যে জীবন
কলুর বলদের মতো মুখ বুজে সয়ে যায় সব;
দৈবক্রমে মেলে যদি কর্মহীন কোনো দিবস
তবু তার মেলে না একটু অবসর
সারাদিন তোমাকেই খুঁজে খুঁজে
পরিশ্রান্ত সেই আজন্ম গর্দভ।

গর্দভই বয়ে যায় চিরকাল
ভালোবাসার অসহ্য নীরব জোয়াল।