তারেক মাসুদ, মিশুক মুনীর স্মরণে

মহাঝড়ের দীর্ঘশ্বাস রুমালে ভাঁজ করে
প্রবল ভাঙন বন্যা জলোচ্ছ¡াস অবিচ্ছিন্ন কান্নার ভেতর
লুকিয়ে রেখে দুর্ঘটনার সব লাশ রক্ত বুকের
লোহিত সমুদ্রে তুলে শোকার্ত সব মানুষের আহাজারি
চিৎকার গোঙানি যন্ত্রণাকাতর বীভৎসতা দুমড়ে মুচড়ে যাওয়া
পাঁজড়ের হাড়ে ছিন্নভিন্ন মুক্তির গান নিয়ে আমি এসেছি

বেদনার অতল গহŸরে ডুবে যাওয়া অনিঃশেষ ক্ষরিত হৃদয়
প্রতারিত জীবনের সব হাহাকার নিঃস্ব আকাশ রিক্ত বনভূমি
আর শূন্য সমুদ্র চোখের আড়াল করে
এক পৃথিবী কান্না নিয়ে আমি এসেছি

তোমরা দেখেও দ্যাখো না, শুনেও শোন না
বুঝেও বুঝতে চাও না কেননা, তোমাদের
জিহŸা পেরেক মারা তোমাদের কানে তুলা আঁটা
তোমাদের চোখ রাংতা ঝলমল তোমরা অন্ধপুঁজির
ললিপপে সত্যি নির্বাক।

১৮.০৮.২০১১ ইস্কাটন গার্ডেন