মহাশূন্য কিংবা মহাতল ক্রমে করায়ত্ব
বিশ্বগ্রাম মানুষের বুকে তবু ফুটল না সবুজ গোলাপ!
ধর্ম,বর্ণ, গোত্র, রাষ্ট্র, শ্রেণী, জাতিতে জাতিতে
নিভলো না প্রতিহিংসার উন্মত্ত আগুন।

যুদ্ধে যুদ্ধে ক্রুদ্ধ পৃথিবীতে আজো থামল না রক্তস্রোত
নিষ্পাপ শিশু ও নারীর বিভৎস মৃত্যু জীবনের অপচয়।

হিরোশিমা, নাগাসাকি
আজ আবার কসোভো হার্জেগোভেনিয়া, রুয়ান্ডা
কাশ্মীর, ফিলিস্তন, আফগানিস্তান।

এতো নিরস্ত্রীকরণ আহŸান, শান্তি সম্মেলন
এতা মানবতার বাণী, ভ্রাতৃত্বের ডাক
সবই কি তবে আজ মিথ্যে বিশ্বায়ণ বুলি?

ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ
দারিদ্র্যতার বিরুদ্ধে যুদ্ধ
শান্তির স্বপক্ষে যুদ্ধ
আরেকটি বিশ্বযুদ্ধই কি
তাহলে যুদ্ধের সমাধান?

২৭.১.২০০২
ঢাকা।