আবেগের একফোঁটা জল আর আমি ছড়াতে যাব না কোনো
অনুর্বর বুকে,
অনন্ত চাষার মতো চ’ষে যাব এই বুক মাটি রক্ত মাংস হাড়।

কতটুকু ভালোবাসা এই বুকের মাটিতে জন্ম দেবে নতুন পৃথিবী
দুখের দহনে পুড়ে আজ আমি সেটুকু জেনেছি।

অবহেলা বুকে নিয়ে দাঁড়াই শীতের কাছে
কুয়াশা-করুণ চোখ অপলক চেয়ে থাকি ওই
সূর্য-স্বপ্নে

আবেগের জলে ভেসে ভেসে সমুদ্রের কাছে এসেই থমকে দাঁড়িয়েছি
সমুদ্র আমাকে তুমি বিশালতা দাও, জলের গভীরতা দাও
বুকের গভীরে দাও অগাধ জলের ধারা
সিক্ত হতে চাই আমি আপন গহনে ডুবে যেতে চাই।

নিজের মাটিতে পড়ে আছে সোনা এতদিন জানিনি
শ্রমিক-শাবলে খুঁড়ে এই মাটি খনির গভীর তলে
আকর-জড়ানো সোনাগুলো আজ তুলে নেবো দুই হাতে।

একাকী কৃষাণ আজ জমি চষি নিজ বুকখানি
মেধার লাঙলে চষি, ঢেলে দেই মথিত প্রণয়
জন্ম দেই থোকা-থোকা শুভ্র শিল্প-ফুল।

১২.১.৭৯
নিউ ইস্কাটন, ঢাকা