দুনিয়ার কর্মফল বেহেস্ত দোজখ আখেরাত
ভয়ানক আগুনে জ্বলবে ক্ষমার অযোগ্য পাপ
পুণ্যবান করবেন পান অমিয় বেহেস্ত
ক্ষমার অযোগ্য আমি মর্ত্যলোক
নিজেই নিজের করি পাপপুণ্য বিচার

বেহেস্ত চাই না আমি অপরূপা হুর
মুদ্রাদোষে বার বার মানবীর কাছেই ফিরি
অর্থবৃত্ত প্রাসাদ প্রাচুর্য চাইনি কিছুই
হৃদয়িনীর একফোঁটা প্রেম চেয়ে হয়েছি ফকির

পুড়েছি পুড়ছি অনন্ত আগুনে সর্বাঙ্গ জ্বলে যায়
হৃৎপিÐ খাক হয় অক্সিজেন বিনা
লেলিহান অগ্নিশিখা শিরায় শিরায়

খুনি ধর্ষক সুদখোর ঘুষখোর ভÐ মাতাল
কে না ক্ষমা চেয়ে পেতে চায় বেহেস্তী জেওর
সুখ আর শান্তির অনাবিল পুনর্জীবন
আমি চাই না করুণা কারো শাস্তি ছাড়া
ভনায়ক পাতকী আমি নারীর মোহক

মাথা পেতে নিতে রাজি যে কোনো শাস্তি
যদি পাই সৌন্দর্যের এতটুকু ছোঁয়া
ফাঁসির মঞ্চে যাবো হাসি মুখে পরবো রশি
জীবনের অপূর্ণতাটুকু পূর্ণ করে যদি কেউ বলেÑ
ভালবাসি।

২৯.০১.২০১১ ইস্কাটন গার্ডেন