আমার উটান নাই, গর-বাড়ি বিটা-মাটি সব গ্যাছে
বাইস্যায় বাইসা, আজদাহা সাপের মতন ফণা তুইলা
সতীন যমুনা খাবলাইয়া নিয়া গ্যালো পালানের টাল
নাইয়ের মাচান, ঝির-ঝিরা বাতাসে নাচা গাছ-গাছালি বেবাক।

আকাশ ফাটার মতন বিকট শব্দে আচমকা বাঁধ বাইংগা
কলকল গর্জনে য্যান বানের বাগ আছরাইয়া পাছরাইয়া
তছনছ কইরা দিয়া গ্যালো জীবনের শ্যাষ আশ্রয়টুকও
কুড়াইল-ফাটা বোহে আর আষাঢ়-ছোটা চোহে চায়্যা চায়্যা
দেইখলাম খালি বাঙনের তাণ্ডব, নাই কেউ নাই ঠ্যাকাইবার!

আলের বলদ, দুদাইল গাই অসহায় করুণ আম্বা আম্বা রবে গ্যালো বাইসা
তিন খন্দের সোনাবিয়ান পোয়াতিজমিন ফালা ফালা কইরা
দ্বসাইয়া নামাইল রাক্ষুসি যমুনা, আমার আবাদ জোড়া খালি থই থই
নাই গোলাগর, গোয়াইল, ঢেহিশালা, সাইজনাতলার আইশাল
কাতি-আগুনের পাহা দানের গন্দে আমার চাতালে নাই
নবান্নের আসি, পিটা-পুলি আর এ জনমে খাওয়া হোবো কিনা কেডো জানে!

পাড়া-পড়শিদের মদুর জেয়াফত আরাইল কোনে হায়!
পাড়বাঙা-বানবাসা কিষাণের গরে ফিরা কি আইসপ আর নবান্নের গান?

এপ্রিল ২০০৯, ঢাকা